বিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া’ বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
জাভেদ আখতার এক প্রকাশ্য মঞ্চে পরামর্শ দেন ‘মুসলিমদের মতো হবেন না’। সেই মন্তব্যের অংশ ভাইরাল নেটপাড়ায়।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে জাভেদ আখতারকে বাক্স্বাধীনতা এবং বর্তমান ভারতে গণতন্ত্রের অবস্থা নিয়ে কথা বলতে শোনা যায়। ১৯৭৫ সালের ক্ল্যাসিক চলচ্চিত্র ‘শোলে’-এর একটি দৃশ্যের উল্লেখ করে তিনি তাঁর মন্তব্যটি করেন।
অনুষ্ঠানে আখতার বলেন, ‘শোলে-তে একটি দৃশ্য ছিল যেখানে ধর্মেন্দ্র শিবজির মূর্তির আড়ালে লুকিয়ে কথা বলছেন এবং হেমা মালিনী ভগবান শিব ভেহে তাঁর সঙ্গে কথা বলছেন। চিত্রনাট্যকার বলেন, ‘আজ কি এমন দৃশ্য দেখানো সম্ভব? না, আমি কোনোদিন এই দৃশ্য লিখবো না (আজ)। ১৯৭৫ সালে (যখন শোলে মুক্তি পেয়েছিল) কোনও হিন্দু ছিল না? তখন কি কোনও ধর্মপ্রাণ মানুষ ছিল না? তখনও ছিল। রাজু হিরানি এবং আমি পুনেতে বিশাল দর্শকদের সামনে ছিলাম এবং আমি বলেছিলাম, ‘মুসলমানদের মতো হবেন না। তাদেরকে নিজের মতো করে তুলুন। তোমরা মুসলমানের মতো হয়ে যাচ্ছো। সেটা দুর্ভাগ্যনজনক’।
সেই নিয়ে লাকি আলি প্রতিক্রিয়া জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আলি জনগণকে ‘জাভেদ আখতারের মতো না হওয়ার’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘তোমরা জাভেদ আখতারের মতো হয়ে যেওনা। উনি বরাবরই ভুয়ো এবং কুৎসিত’।
জাভেদ আখতার এখনও লাকি আলির কটাক্ষের পালটা জবাব দেননি। এর আগেও বহুবার বিভিন্ন ইস্যুতে নিজের মতামত রেখে সমালোচনার মুখে পড়েছেন জাভেদ আখতার। সম্প্রতি কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল জাভেদ আখতারকে। পরে মুসলিম গোষ্ঠী জমিয়তে উলামা-ই-হিন্দ তাঁর উপস্থিতিতে আপত্তি জানায়।