নিউজ ডেস্ক: সিলেট জেলার ওসমানীনগর থানাধীন হাউসপুর এলাকায় ব্যবসায়ী আব্দুল মান্নান ও তার ছেলে মোঃ ফাহিম আহমদের উপর একই এলাকার দুর্বৃত্তরা বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের মধ্যে আব্দুল মান্নানের অবস্থা আশঙ্কাজনক।
আজ শনিবার (১৫ জুন) ভোররাত আনুমানিক ২ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে তাজপুর প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দুইজন হলেন বাবা ও ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত আব্দুল মান্নান ও তার বড় ছেলে তারেক মিয়া বিগত ২০২৩ ইং সালে তাদের প্রতিবেশীর কাছ থেকে একটি জমি ক্রয় করেন। কিন্তু ক্রয়ের পরপরই প্রতিবেশী অ্যারন আলী, আশুক আলী ও তাদের পুত্ররা দাবি করে যে তারা জমি বিক্রি করেনি; বরং জমির মালিকানা তাদেরই। এই বিরোধের জের ধরে বিগত ১৫ নভেম্বর ২০২৩ ইং তারিখে তারেক মিয়া ও তার স্ত্রীর উপরও একইভাবে হামলা চালানো হয়। এরপর থেকেই দুর্বৃত্তরা নানা উপায়ে তাদেরকে হয়রানি করে আসছিল। শেষ পর্যন্ত ভয়ের কারণে তারেক মিয়া ও তার স্ত্রী দেশ ছাড়তে বাধ্য হন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোনায়েম মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার সঙ্গে অভিযুক্তরা যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আহতদের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।