টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে আরো দুটি দল। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ২০২৬ সালের বিশ্ব আসরে নাম লিখিয়েছে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে বিশ্বকাপের ২০টি দল চূড়ান্ত হলো। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে।
বাছাইপর্বে বুধবার সামোয়াকে ৭৭ রানে হারায় সংযুক্ত আরব আমিরাত। এতেই নেপাল ও ওমান বিশ্বকাপে পৌঁছে যায়। নেপাল ও ওমান নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়ে সমান ৬ পয়েন্টের সংগ্রহ করে সুপার সিক্সের পয়েন্ট তালিকার উপরের দিকে রয়েছে। আর আজ জাপানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপে নাম লিখেছে আমিরাত।
বাকি তিন দলের মধ্যে জাপান ও কাতার পেয়েছে ২ পয়েন্ট করে। সামোয়া এখনো কোনো পয়েন্ট পায়নি। তার মানে নেপাল ও ওমানের পয়েন্ট তালিকার শীর্ষ তিনে থাকা এখন নিশ্চিত। এ সুবাদে দুই ম্যাচ বাকি রেখেই বিশ্বকাপে জায়গা করে নেয় এশিয়ার দেশ দুটি।
২০২৬ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি অংশ নেবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৪ আসরের শীর্ষ সাত দল হিসেবে বিশ্বকাপে খেলবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপে উঠে গেছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। বাকি আটটি দল যাবে বাছাইপর্ব থেকে। আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস এবং আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে।